মেহেরপুরে বজ্রপাতে ২ কৃষক নিহত, আহত ২


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মেহেরপুরে বজ্রপাতে ২ কৃষক নিহত, আহত ২

মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় ২ কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২ কৃষক।

নিহতরা হলেন-উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের বাসিন্দা কৃষক আকরাম হোসেন (৬৫) ও কাজীপুর গ্রামের বাসিন্দা কৃষক জাহাঙ্গীর আলম (৪০)। আহতরা হলেন-একই উপজেলার বজ্রপুর গ্রামের হাউস আলী (৫৪) ও কাজীপুর গ্রামের মুন্নাফ আলী (৪৬)।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে নিজ নিজ গ্রামের মাঠে কৃষি কাজ করার সময় আকস্মিক ভাবে বজ্রপাতের ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি চলাকালীন এসব কৃষকরা মাঠের ক্ষেতে কাজ করছিলেন। এ সময় আকস্মিকভাবে বৃষ্টিপাত হলে, তারা গুরুতর ভাবে আহত হয়। পরে মাঠের কৃষকরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় পথি মধ্যে আকরাম ও জাহাঙ্গীর মারা যান। আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিচ্ছেন।

এসএ/