সদরপুরে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৫৩ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫


সদরপুরে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি
ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।


বৃহস্পতিবার (সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে সদরপুর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বিশাল র‌্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 


সদরপুর সড়কের পূর্বশ্যামপুর মোড়ে র‌্যালি শেষে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য চৌধুরী আকমল ইবনে ইউসুফের জামাতা বিএনপির এমপি প্রার্থী এম এম হোসাইন। 


তিনি বলেন, সদরপুরের মাটি বিএনপির ঘাটি। তার প্রয়াত শ্বশুর এখানে এমপি ছিলেন। তার হাত ধরেই সদরপুরে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে। চৌধুরী পরিবার সব সময়ই গরীব দুঃখী মেহনতি মানুষের পাশে থেকেছে এবং এলাকার উন্নয়ন করেছে। তারই ধারাবাহিকতায় আমি এখানে এসেছি মানুষ ও এলাকার উন্নয়ন করতে। কোনো ক্ষমতার কাছে আপনারা মাথা বিক্রি করবেন না। কোনো অপশক্তি আপনাদের ক্ষতি করতে পারবে না। আমি আপনাদের পাশে আছি এবং আপনাদের নিয়েই নির্বাচনে জয়ী হবো।


র‌্যালিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার, ফেষ্টুন ও দলীয় পতাকা হাতে অংশগ্রহণ করেন। 

 বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদরপুরে র‌্যালি এমপি প্রার্থী এম এম হোসাইনের। 


এসএ/