যথাযথ মর্যাদায় চিশতিনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:৪৬ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫

সালাউদ্দিন রুপম: যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশের মতো শরীয়তপুরের নড়িয়া উপজেলার চিশতিনগর দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়ালকে কেন্দ্র করে শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিনভর ও রাতে নানা ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে আরবের মর্যাদাপূর্ণ নগরী মক্কায় জন্মগ্রহণ করেন মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সা.)। ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। এ উপলক্ষে মুসলিম উম্মাহ গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও ভক্তির সঙ্গে দিনটি পালন করে থাকে।
চিশতিনগর দরবার শরীফের আয়োজনে অনুষ্ঠিত এ মাহফিলে শরীয়তপুরসহ পার্শ্ববর্তী জেলা থেকে শতশত ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কোরআনখানি, ওয়াজ মাহফিল, ছেমা মাহফিল, মিলাদ শরীফ এবং আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।
মাহফিল শেষে আখেরি মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনা করা হয়। হাজারো ভক্ত-মুরিদ ও মুসল্লিদের অংশগ্রহণে আখেরি মোনাজাতের সময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
এছাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দরবার শরীফ আলোকসজ্জা করা হয় এবং উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
আরএক্স/