পূবাইলে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:১৪ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের পূবাইল থানার সাংগঠনিক সম্পাদক মো. নুরুদ্দিন মোল্লাকে (৪৫) গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টায় পূবাইল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সীমান্তে হৃদয়স্পর্শী মুহূর্ত: পচি খাতুনের শেষ ইচ্ছা পূরণ
তিনি বলেন, পূবাইল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের পূবাইল থানার সাংগঠনিক সম্পাদক ও ৩৯ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হায়দারাবাদ দক্ষিণপাড়া মোল্লা বাড়ির স্কুল মার্কেট এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে শনিবার আনুমানিক ১২টায় পূবাইল থানাধীন হায়দারাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এসএ/