গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ওসির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৫ এএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫

গাজীপুর তিনসড়ক এলাকায় রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় ডিবির এক ওসির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই ওসির স্ত্রী গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে।
নিহত ওই ওসির নাম মোস্তাফিজুর রহমান। তিনি নওগাঁ জেলার ডিবি অফিস হিসাবে দায়িত্ব ছিলেন। তার স্ত্রী গুরুতর আহত হয়েছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।
ওসি মেহেদী হাসান বলেন, জেলা পুলিশ লাইনের সামনে রাস্তা পারাপারের সময় একটি বাস চাপা দেয়। এতে নওগাঁ জেলার মোস্তাফিজুর রহমান নামে এক ডিবির ওসি মারা গেছে।
এসএ/