ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় আহত অন্তত ২০
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:০৬ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে খুলনা থেকে ঢাকামুখী পালকি পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: পূবাইলে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির বাসটি অপর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা খায় এবং উল্টে যায়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে ২০-২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সীমান্তে হৃদয়স্পর্শী মুহূর্ত: পচি খাতুনের শেষ ইচ্ছা পূরণ
শ্রীনগর হাইওয়ে থানার ওসি আবু নাঈম সিদ্দিকী বলেন, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। যদিও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে অন্তত ৭-৮ জন গুরুতর আহত হয়েছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে। এ সময় মূল সড়কে যান চলাচল বন্ধ থাকলেও সার্ভিস লেন দিয়ে বিকল্পভাবে যান চলাচল চালু রাখা হয়।
এএস