নুরাল পাগলের দরবারে পুলিশের কড়া নিরাপত্তা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:২৩ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫


নুরাল পাগলের দরবারে পুলিশের কড়া নিরাপত্তা
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলা, অগ্নিসংযোগ ও লাশ উত্তোলনের ঘটনার পর এলাকায় এখন পরিস্থিতি অনেকটাই শান্ত। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দরবারের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। জনসমাগম নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।


শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, শুক্রবারের হামলায় নুরাল পাগলের বাড়ি ও দরবার ভস্মীভূত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবুও সকাল থেকে শত শত কৌতূহলী মানুষ ঘটনাস্থল দেখতে ভিড় করছেন। তবে সাংবাদিক ছাড়া অন্য কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।


আরও পড়ুন: প্রায় ৩ ঘণ্টার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ স্বাভাবিক


এদিকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় শুক্রবার রাতেই গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের হয়েছে। থানার উপপরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা তিন হাজারেরও বেশি লোককে আসামি করেছেন।


বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম। তিনি জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশি টহল বাড়ানো হয়েছে।


আরও পড়ুন: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় আহত অন্তত ২০


উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর বিক্ষুব্ধ জনতা দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এসময় নুরাল পাগলের অনুসারীদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত এবং উভয় পক্ষের শতাধিক মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে পুলিশের ওপর হামলা হয় এবং অন্তত ডজনখানেক পুলিশ সদস্য আহত হন। পরে হামলাকারীরা নুরাল পাগলের লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়।


এএস