বঙ্গোপসাগরে সশস্ত্র ট্রলার ডাকাতি, ৩০ জেলে আহত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বরগুনার পাথরঘাটায় বঙ্গোপসাগরে সশস্ত্র ট্রলার ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩০ জন জেলেকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে ডাকাতরা। ডাকাতি হওয়া পাথরঘাটার আবদুল্লাহ'র মালিকানা এফবি জুনায়েদ ও আলম মোল্লার মালিকানা এফবি শাহ মোহছেন আউলিয়া-৩।
বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে পাথরঘাটা থেকে ৯০ কিলোমিটার বঙ্গোপসাগরের সোনার চড়ের বাহিরে এ সশস্ত্র ট্রলার ডাকাতির ঘটনা ঘটে।
এ সময় এফবি জুনায়েদ ট্রলারের ১৩ জন ও এফবি শাহ মোহছেন আউলিয়া ৩-এর ১৭ জেলেকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে ডাকাতরা। ওই ট্রলারের দুটিতে অন্তত ৩০ জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে পিটিয়ে ও কুপিয়ে আহত করে ইলিশ মাছ এবং রসদসামগ্রী নিয়ে যায়।
শুক্রবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে এসে এসব তথ্য জানান ফিরে আসা জেলেরা।
এফবি জুনায়েদ ট্রলারের মাঝি শাহজাহান ও মালিক আবদুল্লাহ জনবাণীকে জানান, “বৃহস্পতিবার রাত ১০টার দিকে বঙ্গোপসাগরে মাছ শিকার করে কূলে ফিরে আসার পথে ৩০ জনের অস্ত্রধারী ডাকাত দল ট্রলারে উঠে জেলেদের জিম্মি করে ট্রলারে থাকা মাছ, বরফসহ বাজার সদায় লুটে নিয়ে যায়। এ সময় জেলেদের পিটিয়ে আহত করে।”
এদিকে এফবি শাহ মোহছেন আউলিয়া-৩ ট্রলারের মালিক আলম মোল্লা জনবাণীকে বলেন, “আমার ট্রলারে অস্ত্রধারী ডাকাতরা ডাকাতি করে মাছ লুটে নিয়ে যায়। এসময় মাঝি মো. হোসেনসহ জেলেরা বাধা দিলে হোসেন মাঝিকে কুপিয়ে জখম করে। তার মাথা একাধিক কোপ দেয়া হয়েছে।এখনো ঘাটে আসেনি ওই ট্রলার।”
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জনবাণীকে বলেন, “বঙ্গোপসাগরে সশস্র ট্রলার ডাকাতি হয়েছে। এখন পর্যন্ত ২টি ট্রলারের তথ্য পেলেও ফিরে আসা জেলেরা জানিয়েছেন অন্তত ১০টি ট্রলার ডাকাতি হয়েছে। আমরা খোঁজখবর নিচ্ছি।”
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. মোমিন জনবাণীকে বলেন, “ডাকাতির খবর এখন পর্যন্ত শুনিনি। আপনার কাছেই এই প্রথম শুনলাম। এ ব্যাপারে নৌ পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।”
এসএ/