পুলিশের সাথে বিএনপির সংঘর্ষে নিহত ১, অর্ধশতাধিক আহত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

ভোলায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি এবং লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করতে গেলে পুলিশের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
রবিবার (৩১ জুলাই) বেলা ১১ টার দিকে ভোলা জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।
এ সময় ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশও টিআর সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার জানান, “বেলা সাড়ে ১১টার দিকে তারা কালীনাথ রায় বাজারে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে তারা গুলি ছুড়েন এবং কাঁদনে গ্যাস নিক্ষেপ করেন। এতে সংঘর্ষের সূত্রপাত হয় এবং একজন নিহত হন।”
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ূন কবির শোপান বলেন, “পুলিশের গুলিতে আব্দুর রহিম নামে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন।”
ঝামেলা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এসএ/