বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা বুধবার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৩৮ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩


বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা বুধবার
ফাইল ছবি

এক দফা আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে জাতীয়তাবাদী দল (বিএনপি)।


মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে  ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বুধবার (২০ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলমান আন্দোলনের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন।


এ সময় ট্রেনে আগুন দেওয়ার বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, “সরকার নাশকতা করে হরতাল-অবরোধকারীদের ওপর দোষ চাপাচ্ছে। এ ঘটনার সঙ্গে রাষ্ট্রক্ষমতার সম্পর্ক রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতরা ‘মানবতার শত্রু’।”


আরও পড়ুন: আরও ৫ বিভাগে শেখ হাসিনার নির্বাচনি জনসভার তারিখ ঘোষণা


তিনি বলেন, “সরকার ডামি নির্বাচন করতে নানা কারসাজি করছে। সরকার আবারও একতরফা নির্বাচন করতে চাচ্ছে। নির্বাচন কমিশন, পুলিশ ও প্রশাসন এখন সরকারের ক্রীতদাস।”


আরও পড়ুন: হাওয়া ভবন আর দুর্নীতির বিরুদ্ধে খেলা ৭ জানুয়ারি: ওবায়দুল কাদের


রিজভী আরও অভিযোগ করেন, “সরকার নির্বাচনে আসার দর-কষাকষি করতে বিএনপির নেতাদের কারাগারে নিয়েছে। সরকার মনে করছে, রাশিয়া আছে, ভারত আছে। রাশিয়া-ভারতের সমর্থনে সরকারের পোয়াবারো অবস্থা।”


জেবি/এসবি