ক্ষমতায় গেলে শুধু দল নয়, সারাদেশ থেকে হবে মন্ত্রী: ডা. তাহের

ভোটারদের সরাসরি ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করতে পারলে মন্ত্রিসভা গঠনে কেবল দলীয় বিবেচনায় সীমাবদ্ধ না থেকে দেশের যোগ্য মানুষদেরই দায়িত্ব দেওয়া হবে—এমন ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, রাষ্ট্র পরিচালনায় দক্ষতা ও যোগ্যতাই হবে মন্ত্রী বাছাইয়ের প্রধান মানদণ্ড।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত জামায়াতে ইসলামীর পলিসি সামিটের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মন্ত্রিত্ব কেবল দলীয় নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তার ভাষায়, বাংলাদেশে অর্থমন্ত্রী হওয়ার মতো যোগ্য মানুষ আছে, স্বাস্থ্য খাত পরিচালনার মতো দক্ষ মানুষ আছে। পুরো দেশকে বিবেচনায় নিলে যোগ্য লোকের কোনো অভাব হবে না।
বিজ্ঞাপন
তিনি জানান, দলীয় পরিচয়ের বাইরে দেশের স্বার্থকে সামনে রেখেই রাষ্ট্র পরিচালনার জন্য সেরা ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সরকার গঠনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের রূপরেখা, পররাষ্ট্রনীতির দিকনির্দেশনা, মাইক্রো ও ম্যাক্রো অর্থনীতির মূল প্রকল্পগুলোসহ নানা বিষয়ে তাদের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশের মানুষের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, বিশেষ করে নারীদের নিরাপত্তা সংকট মোকাবিলা, বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং দেশি-বিদেশি কর্মসংস্থান সম্প্রসারণের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
নির্বাচনী প্রচারণা কৌশল সম্পর্কে ডা. তাহের বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এখন রাজনীতিতে একটি নতুন ও গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে যুক্ত হয়েছে। নির্বাচন কমিশনের বিধিমালায় যতটুকু অনুমোদন রয়েছে, তার মধ্যেই অনলাইনে প্রচারণা চালানো হবে। তবে জামায়াতের মূল লক্ষ্য থাকবে সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা।
বিজ্ঞাপন
তার কথায়, ওয়ান টু ওয়ান যোগাযোগই আমাদের প্রধান কৌশল। সে জন্য আমাদের কর্মীরা ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে।
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করেই জামায়াতে ইসলামী একটি জবাবদিহিমূলক ও কার্যকর সরকার ব্যবস্থা গড়ে তুলতে চায়।








