Logo

নির্বাচন মাঠে সোশ্যাল মিডিয়া, কে কতটা জনপ্রিয় রাজনৈতিক নেতা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারি, ২০২৬, ১২:১৫
নির্বাচন মাঠে সোশ্যাল মিডিয়া, কে কতটা জনপ্রিয় রাজনৈতিক নেতা
ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মাঠের রাজনীতির পাশাপাশি অনলাইনে, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীরা। ফেসবুকের পাশাপাশি টিকটক, ইউটিউব ও ইনস্টাগ্রামেও সরব নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, গত কয়েক বছরে রাজনীতিতে সামাজিক মাধ্যমের প্রভাব উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যার প্রতিফলন সবচেয়ে স্পষ্টভাবে দেখা যেতে পারে এবারের নির্বাচনে।

নির্বাচনী আলোচনার প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যার চিত্র তুলে ধরা হলো—

মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম

বিজ্ঞাপন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের ব্যক্তিগত কোনো অফিসিয়াল ফেসবুক পেজ বা অ্যাকাউন্ট নেই। দলীয় সূত্র জানায়, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না। তবে তার নাম ব্যবহার করে সমর্থকদের পরিচালিত একাধিক ফেসবুক পেজ ও গ্রুপ সক্রিয় রয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে ফলোয়ার রয়েছে প্রায় ১৬ লাখ। দলটির ‘এক্স’ অ্যাকাউন্টে ৫৮৬ জন, ইনস্টাগ্রামে ৩ হাজার ১৭৪ জন এবং টিকটকে প্রায় ২০ হাজার ৩০০ ফলোয়ার পাওয়া গেছে।

বিজ্ঞাপন

মজিবুর রহমান মঞ্জু (৯৫ হাজার)

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ফেসবুক ফলোয়ার সংখ্যা প্রায় ৯৫ হাজার। ২০০৯ সালের জুলাইয়ে খোলা এই অ্যাকাউন্টে তিনি নিয়মিত রাজনৈতিক বক্তব্য ও কর্মসূচি শেয়ার করে থাকেন। এবারের নির্বাচনে তিনি জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ফেনী-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জুনায়েদ আল হাবিব (২ লাখ ৪৬ হাজার)

বিজ্ঞাপন

জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এবারের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী। তার অফিসিয়াল ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা ২ লাখ ৪৬ হাজার। পেজটি চালু হয় ২০১৫ সালের ১৩ মে।

জোনায়েদ সাকি (৩ লাখ ৩৫ হাজার)

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী। সামাজিক মাধ্যমে তার অফিসিয়াল ফেসবুক পেজে ফলোয়ার রয়েছেন প্রায় ৩ লাখ ৩৫ হাজার। পেজটি খোলা হয় ২০১৯ সালের ২৯ অক্টোবর।

বিজ্ঞাপন

মাওলানা মামুনুল হক (৮ লাখ ৩২ হাজার)

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের অফিসিয়াল ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা ৮ লাখ ৩২ হাজার। ২০১২ সালের ১৪ মার্চ চালু হওয়া এই পেজের মাধ্যমে তিনি নিয়মিত বক্তব্য ও কর্মসূচি প্রচার করেন। তিনি ঢাকা-১৩ ও বাগেরহাট-১ আসনে প্রার্থী হয়েছেন।

নাহিদ ইসলাম (১.৩ মিলিয়ন)

বিজ্ঞাপন

ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজটি খোলা হয় ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর। অল্প সময়েই তার পেজে ফলোয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখে।

এদিকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর গঠিত এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে রয়েছে প্রায় ১৪ লাখ ফলোয়ার, যা দলটির দ্রুত জনপ্রিয়তা অর্জনের ইঙ্গিত দেয়।

বিজ্ঞাপন

মো. নুরুল হক নুর (২.১ মিলিয়ন)

ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুরের অফিসিয়াল ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা ২১ লাখ। ২০১৯ সালের ১ জুলাই খোলা এই পেজটি সামাজিক আন্দোলন ও নাগরিক ইস্যুতে সক্রিয় ভূমিকা রাখছে।

গণ অধিকার পরিষদের অফিসিয়াল ফেসবুক পেজটি চালু হয় ২০২১ সালের ২৬ অক্টোবর, যেখানে বর্তমানে ফলোয়ার রয়েছেন প্রায় ৯৯ হাজার ৮০০ জন।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান (২.৩ মিলিয়ন)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা ২৩ লাখ। পেজটি খোলা হয় ২০১৫ সালের ৫ এপ্রিল। অন্যদিকে জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ৩০ লাখে পৌঁছেছে।

আন্দালিব রহমান পার্থ (৩.২ মিলিয়ন)

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের অফিসিয়াল ফেসবুক পেজে রয়েছে ৩২ লাখ ফলোয়ার। ২০০৯ সালের ২৬ জানুয়ারি চালু হওয়া এই পেজটি দীর্ঘদিন ধরেই সক্রিয়। তিনি এবারের নির্বাচনে ভোলা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তারেক রহমান (৫.৬ মিলিয়ন)

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অফিসিয়াল ফেসবুক পেজটি খোলা হয় ২০০৯ সালের ৩ ফেব্রুয়ারি। বর্তমানে পেজটির ফলোয়ার সংখ্যা ৫৬ লাখ। সম্প্রতি সামাজিক মাধ্যম বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট সোশ্যাল ব্লেড প্রকাশিত বিশ্বের শীর্ষ ১০০ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় ৬৮তম অবস্থানে জায়গা করে নিয়েছে তার পেজ।

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়ার প্রভাব ও চ্যালেঞ্জ

বাংলাদেশে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটির বেশি, যা মোট জনসংখ্যার প্রায় ৩৪ দশমিক ৩ শতাংশ। এর মধ্যে ফেসবুক ব্যবহারকারী প্রায় ৬ কোটি, টিকটক ব্যবহারকারী ৪ কোটি ৬০ লাখ এবং লিংকডইন ও ইনস্টাগ্রাম ব্যবহারকারী যথাক্রমে ৯৯ লাখ ও ৭৫ লাখ।

এই বিপুল সংখ্যক ব্যবহারকারীর বড় অংশ তরুণ, যাদের লক্ষ্য করেই রাজনৈতিক দল ও প্রার্থীরা তাদের নির্বাচনী কৌশল সাজাচ্ছেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, সামাজিক মাধ্যম তুলনামূলকভাবে অনিয়ন্ত্রিত হওয়ায় ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে, যা নির্বাচনী পরিবেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD