দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি জোট মনোনীত বাঞ্ছারামপুর আসনে এমপি প্রার্থী জোনায়েদ সাকি বলেছেন, বর্তমানে বিএনপি, গণসংহতি আন্দোলন, গণতন্ত্র মঞ্চসহ ৩৯টি রাজনৈতিক দল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ রয়েছে। আগামী দিনে নির্বাচন, রাষ্ট্র পুনর্গঠন ও সংবিধান সংস্কারের মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি।
বিজ্ঞাপন
সোমবার (১৯ জানুয়ারি) তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।
উপজেলার উজানচর বাজার মাঠে উজানচর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
সাকি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র রক্ষার আপসহীন নেতৃত্বের প্রতীক। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ও ত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকনির্দেশনা অনুসরণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উজানচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক ভিপি একে এম মুসা, সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ফরিদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মুজিব ছাড়াও উজানচর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।








