আসিফ মাহমুদের হাজার কোটি টাকার দুর্নীতির বিচার দেশেই হবে

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে উত্থাপিত বিপুল অঙ্কের দুর্নীতির অভিযোগের বিচার বাংলাদেশের মাটিতেই হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তিনি দাবি করেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে কিছু রাজনৈতিক শক্তি পরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে নাছির উদ্দিন বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে নেতৃত্ব দেওয়া এক ছাত্র প্রতিনিধি পরবর্তী সময়ে উপদেষ্টা পদে অধিষ্ঠিত হয়ে হাজার হাজার কোটি টাকার দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন।
তার মতে, এই দুর্নীতি এখন দেশের মানুষের কাছে ‘ওপেন সিক্রেট’ এবং এর বিচার এ দেশেই নিশ্চিত করতে হবে।
নাছির উদ্দিন আরও বলেন, নির্বাচন কমিশনে এসে কাউকে চোখ রাঙানো বা ভয় দেখানোর মাধ্যমে কোনো লাভ হবে না।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি বলেন, কমিশনের দায়িত্ব পালনে কোনো ধরনের হুমকি বা চাপ গ্রহণযোগ্য নয়। আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে দেশের জনগণ অবগত এবং এসব হুমকিতে ছাত্রদলের নেতাকর্মীরা কখনোই ভয় পাবে না।
নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে ছাত্রদল সম্পাদক বলেন, ৫ আগস্টের পর একটি মহল কমিশনের সামনে ভয়ভীতি সৃষ্টির চেষ্টা করছে। এ অবস্থায় সংবিধান ও আইনের প্রদত্ত ক্ষমতা নিয়ে দৃঢ়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকেও কঠোরভাবে সমালোচনা করেন নাছির উদ্দিন নাছির। তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট উপাচার্য জানুয়ারি মাসের ৫ তারিখে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো একটি চিঠি গোপন রেখেছেন, যেখানে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা ছিল। তার দাবি, ওই চিঠির বিষয়ে কোনো ছাত্র সংগঠনকে অবহিত করা হয়নি।
নাছির উদ্দিন বলেন, পরে ঢাকায় গিয়ে বিশেষ একটি ছাত্র সংগঠনকে সুবিধা দিতে নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করে ২০ জানুয়ারি করা হয়। নির্বাচনের আগে টানা ছয় দিন প্রচারণা বন্ধ থাকায় নির্বাচন প্রতিযোগিতামূলক হওয়ার সুযোগ হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এমন আচরণের মাধ্যমে সংশ্লিষ্ট উপাচার্য নৈতিকতা ও গ্রহণযোগ্যতা হারিয়েছেন এবং শিক্ষার্থীদের স্বার্থে তার অবিলম্বে পদত্যাগ করা উচিত। পাশাপাশি তিনি উল্লেখ করেন, ছাত্র সংসদ নির্বাচনের জন্য গঠিত ১৫ সদস্যের নির্বাচন কমিশনের মধ্যে ইতোমধ্যে আটজন পদত্যাগ করেছেন, যা পুরো প্রক্রিয়াকে আরও বিতর্কিত করে তুলেছে।
শেষে নাছির উদ্দিন নাছির বলেন, তারা শান্তিপূর্ণভাবেই নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। তবে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত এই কর্মসূচি রাত পর্যন্ত চলবে বলে জানান তিনি।








