নির্বাচন কমিশনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করল ছাত্রদল

ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগসহ তিনটি দাবি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সামনে অবস্থান কর্মসূচি পালন করা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেষ পর্যন্ত সরে গেছে। কমিশনের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পরই তারা সাময়িকভাবে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়।
বিজ্ঞাপন
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় তাদের উত্থাপিত তিনটি অভিযোগের বিষয়ে আশ্বাস পাওয়া গেছে। কমিশনের অনুরোধে আজকের মতো কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সংসদ।
রাকিবুল ইসলাম রাকিব জানান, “আমরা আমাদের অভিযোগগুলোর বিষয়ে ইসি থেকে আশ্বস্ত হয়েছি। আরও স্পষ্ট আশ্বাস পাওয়ার প্রত্যাশা রয়েছে। কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আলোচনার মাধ্যমে আজকের কর্মসূচি সাময়িকভাবে সমাপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে।”
তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো রাজনৈতিক গোষ্ঠী বা ছাত্র সংগঠন যদি জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করে কিংবা নির্বাচনকালীন সিদ্ধান্তে প্রভাব বিস্তারের উদ্যোগ নেয়, তাহলে ছাত্রদল কঠোর অবস্থানে যাবে। এ বিষয়ে গত দুই দিনের কর্মসূচিকেই উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি।
বিজ্ঞাপন
ছাত্রদল সভাপতি আরও বলেন, আগামী ২২ জানুয়ারি থেকে সংগঠনটির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে। পাশাপাশি সম্ভাব্য ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকার কথাও জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, ভবিষ্যতে যদি একই ধরনের কোনো সিদ্ধান্ত বা উদ্যোগ নেওয়া হয়, তাহলে ছাত্রদল তাৎক্ষণিকভাবে নতুন কর্মসূচি ঘোষণা করবে।
নির্বাচনকে ঘিরে যেকোনো অনিয়ম বা প্রভাব বিস্তারের চেষ্টা রুখে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ছাত্রদল নেতারা বলেন, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে তারা প্রয়োজন হলে আবারও রাজপথে নামবেন।








