মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের প্রতি সম্মান জানিয়ে তার দুটি আসনে প্রার্থী দেবে না। এ বিষয়ে সোমবার দলটির যুগ্ম-মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, “মাওলানা মামুনুল হক ঢাকা-১৩ ও বাগেরহাট-১ আসনে প্রার্থী হয়েছেন। আমাদের দলের প্রার্থী এই দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। ইসলামী আন্দোলন এই দুই আসনে সমর্থন রাখবে।”
গাজী আতাউর রহমান আরও জানান, ইসলামী আন্দোলন অন্য কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার চিন্তা করছে না। যেখানে দলের প্রার্থী নেই, সেসব আসনে নীতি-আদর্শ ও যোগ্যতার ভিত্তিতে সৎ প্রার্থীকে সমর্থন দেওয়া হবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবার জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের শরীক হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।








