নুরের পক্ষে কাজ না করায় বাতিল করা হয়েছে বিএনপির দুই কমিটি

গণঅধিকার পরিষদের সভাপতি এবং পটুয়াখালী-৩ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী নুরুল হক নুর বলেছেন, দশমিনা ও গলাচিপা উপজেলার কিছু নেতা নির্দেশনা মানেননি। এ কারণে সংশ্লিষ্ট উপজেলা কমিটি বাতিল করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৯ জানুয়ারি) রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেছেন, দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বিএনপির এক নেতা ওই আসনে প্রার্থী হওয়ায় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এ পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদল ও যুবদলের নেতাদের ডেকে তাঁর পক্ষে কাজ করার নির্দেশ দেন। তবে দশমিনা ও গলাচিপা উপজেলার কিছু নেতা সেই নির্দেশনা মানেননি। এ কারণে সংশ্লিষ্ট উপজেলা কমিটি বাতিল করা হয়েছে।
বিজ্ঞাপন
নুরুল হক নুর জানান, ওই দোয়া ও মিলাদ অনুষ্ঠানে আওয়ামী লীগ, জামায়াত ও ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি বিএনপির নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে পটুয়াখালী-৩ আসনে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার দেওয়া হবে। এলাকার সার্বিক উন্নয়নে একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ ও বিএনপির একাংশের নেতাকর্মীরা অংশ নেন।








