হঠাৎ নিক্সন চৌধুরীর বাসায় প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৩ই মে ২০২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর বনানীর বাসায় গিয়েছিলেন।
শনিবার (১১ মে) রাতে প্রধানমন্ত্রী তার বাসায় যান। নিক্সন চৌধুরী তার ফেসবুকে শেখ হাসিনা এবং শেখ রেহানার বেড়াতে যাওয়ার বিষয়টি জানিয়েছেন।
রবিবার (১২ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, “বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে শনিবার (১১ মে) রাতে আমাদের বনানীর বাসায়.......”
সামাজিকমাধ্যম ফেসবুকে সাতটি ছবিও পোস্ট করেছেন নিক্সন। ছবিতে নিক্সন চৌধুরীর মা, স্ত্রী এবং ছেলেকে দেখা যাচ্ছে। এ ছাড়া তাদের সাথে ছিলেন যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ।
আরও পড়ুন: আওয়ামী লীগ পালানোর দল নয়: ওবায়দুল কাদের
এবারের শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছিলেন নিক্সন চৌধুরী। এ নির্বাচনে জিতে তিনি হ্যাটট্রিক করেন। তিনি ১ লাখ ৪৮ হাজার ৩৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ নৌকা প্রতীকে নির্বাচন করে পেয়েছিলেন ১ লাখ ২৪ হাজার ৬৬টি ভোট। কাজী জাফর উল্যাহকে তৃতীয়বারের মতো পরাজিত করেন নিক্সন।
আরও পড়ুন: ডোনাল্ড লু আসছেন শুনেই বিএনপি ক্ষমতার স্বপ্নে বিভোর: কাদের
প্রসঙ্গত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় বোন ছিলেন নিক্সন চৌধুরীর দাদি। তার স্ত্রী তারিন হোসেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে। গত ২০১৬ সালে তারিন হোসেনকে বিয়ে করেন নিক্সন। বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক উপকমিটির সদস্য তারিন হোসেন।
জেবি/এসবি