Logo

ঢাকার মহিলা সমাবেশ স্থগিত করল জামায়াত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ জানুয়ারি, ২০২৬, ১৮:০৭
ঢাকার মহিলা সমাবেশ স্থগিত করল জামায়াত
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে সারাদেশে নারী নেতাকর্মীদের হেনস্তার প্রতিবাদে ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখা। তবে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এই সমাবেশ স্থগিতের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

মহিলা শাখার অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক পোস্টে সমাবেশ স্থগিতের বিষয়টি জানানো হয়।

এর আগে গত মঙ্গলবার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আগামী ৩১ জানুয়ারি ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মহিলা সমাবেশের আয়োজনের ঘোষণা দিয়েছিলেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে ডা. তাহের বলেছিলেন, সোহরাওয়ার্দী উদ্যানের কর্মসূচিতেও যদি সমস্যার সমাধান না হয়, তবে আমাদের মহিলা শাখার পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে ১১ দলীয় জোটের পক্ষ থেকেও আমরা রাজপথে বড় ধরনের কর্মসূচি দিতে বাধ্য হব। আপাতত আমরা মহিলা শাখার কর্মসূচি ঘোষণা করছি যাতে সরকারের শুভ বুদ্ধির উদয় হয় এবং তারা বিষয়টি দেখেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD