Logo

উত্তরবঙ্গের নির্বাচনি প্রচার শুরুর আগে শাহ মখদুমের মাজারে তারেক রহমান

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
২৯ জানুয়ারি, ২০২৬, ১৬:০৫
উত্তরবঙ্গের নির্বাচনি প্রচার শুরুর আগে শাহ মখদুমের মাজারে তারেক রহমান
ছবি: সংগৃহীত

উত্তরবঙ্গের নির্বাচনি প্রচারে নামার আগে রাজশাহীতে এসে সুফি সাধক হযরত শাহ মখদুম (র.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনি সফরের অংশ হিসেবে তিনি বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে নগরীর দরগাহ পাড়ায় অবস্থিত এ ঐতিহাসিক মাজারে যান।

বিজ্ঞাপন

মাজার জিয়ারত শেষে তারেক রহমান সেখানে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এর আগে তিনি বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে রাজশাহী বিমানবন্দরে পৌঁছান।

মাজার জিয়ারতের পর দুপুর ১টা ৫১ মিনিটে রাজশাহী নগরীর মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। এ জনসভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের মোট ১৩টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীরা অংশ নেন।

বিজ্ঞাপন

জনসভায় উপস্থিত প্রার্থীরা হলেন— রাজশাহী-১ আসনের শরীফ উদ্দীন, রাজশাহী-২ এর মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ এর মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৪ এর ডি এম ডি জিয়াউর রহমান, রাজশাহী-৫ আসনের নজরুল ইসলাম ও আবু সাইদ চাঁদ। চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে অংশ নেন শাহ্জাহান মিঞা (চাঁপাইনবাবগঞ্জ-১), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২) এবং হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩)। নাটোর জেলার চার আসনের প্রার্থীরা হলেন ফারজানা শারমীন (নাটোর-১), এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), আনোয়ারুল ইসলাম (নাটোর-৩) এবং আব্দুল আজিজ (নাটোর-৪)।

রাজশাহীর মাদরাসা মাঠের জনসভা শেষ করে তারেক রহমান সড়কপথে নওগাঁর উদ্দেশে যাত্রা করবেন। সেখানে বিকেল সাড়ে ৫টায় শহরের এটিম মাঠে আরেকটি নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরপর রাত সাড়ে ৭টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত আরেকটি সমাবেশে ভাষণ দেবেন তিনি।

এর আগে গত ২২ জানুয়ারি সিলেটে হযরত শাহ জালাল (র.) ও হযরত শাহ পরাণ (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তারেক রহমান নির্বাচনি প্রচারাভিযান শুরু করেন। ওইদিন তিনি সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা করেন এবং একই দিনে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে মোট সাতটি সমাবেশে অংশ নেন।

বিজ্ঞাপন

পরবর্তীতে গত রবিবার চট্টগ্রাম থেকে দ্বিতীয় ধাপের নির্বাচনি প্রচার শুরু করেন বিএনপি চেয়ারম্যান। সেদিন তিনি চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে পাঁচটি জনসভায় বক্তব্য রাখেন। একদিন বিরতির পর মঙ্গলবার ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে বিভাগীয় জনসভায় অংশ নেন তিনি। একই দিনে গাজীপুর ও ঢাকার উত্তরাতেও পৃথক দুটি সমাবেশে বক্তব্য দেন।

উত্তরাঞ্চলে তিন দিনের সফরের দ্বিতীয় দিনে শুক্রবার তারেক রহমান রংপুর যাবেন। সেখানে পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত করার পর বিকেলে রংপুর ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে। সফরের শেষ দিনে শনিবার দুপুরে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে এবং বিকেলে টাঙ্গাইলের চরজানা বাইপাস এলাকায় নির্বাচনি জনসভায় অংশ নেবেন তিনি।

বিজ্ঞাপন

এই সফরকালীন সময়ে বিএনপি চেয়ারম্যান বগুড়ায় হোটেল নাজ গার্ডেনে দুই রাত অবস্থান করবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD