Logo

নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে: তারেক রহমান

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
২৯ জানুয়ারি, ২০২৬, ১৫:৫৬
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে: তারেক রহমান
ছবি: সংগৃহীত

একটি মহল আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভেতরে ভেতরে পরিকল্পনা চলছে—কীভাবে নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায় এবং জনগণের ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করা যায়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, গত ১৬ বছরে দেশবাসী একাধিক তথাকথিত নির্বাচন প্রত্যক্ষ করেছে। নিশিরাতের ভোট, গায়েবি ভোটের মতো নির্বাচনের কারণে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ পায়নি। যারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, তারা এখন আর ক্ষমতায় নেই।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জনগণ যখন আবার ভোটের অধিকার ফিরে পাওয়ার পথে, তখনই নতুন করে একটি চক্র সক্রিয় হয়েছে। তারা গোপনে ষড়যন্ত্র করছে—এই নির্বাচন কীভাবে বানচাল করা যায়।

আগামী ১২ তারিখের নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, কেউ যেন এই নির্বাচন নস্যাৎ করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। জনগণের ঐক্য ও সচেতনতাই যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে সারাদেশে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে তারেক রহমান দুপুরে আকাশপথে রাজশাহী বিমানবন্দরে পৌঁছান। সেখানে পৌঁছে তিনি সুফি সাধক শাহ মখদুম (র.)-এর মাজার জিয়ারত করেন।

বিজ্ঞাপন

সকাল সাড়ে ১১টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বেলা সাড়ে ১২টার আগেই মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। রাজশাহী মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের এলাকা থেকে নেতা-কর্মী ও সমর্থকেরা মিছিল সহকারে জনসভায় অংশ নেন।

রাজশাহীর জনসভা শেষে তারেক রহমান সড়কপথে বগুড়ার উদ্দেশে যাত্রা করবেন। পথে বিকেলে নওগাঁর এটিম মাঠে আরও একটি নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। পরে সন্ধ্যায় নিজ নির্বাচনি এলাকা বগুড়া শহরের আলফাতুন্নেসা খেলার মাঠে আয়োজিত সমাবেশে তিনি ভাষণ দেবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD