কক্সবাজার সৈকতের দীর্ঘ ১৫ কিলোমিটার জুড়ে মৃত জেলি ফিস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


কক্সবাজার সৈকতের দীর্ঘ ১৫ কিলোমিটার জুড়ে মৃত জেলি ফিস

কক্সবাজারে সমুদ্র সৈকতের দীর্ঘ ১৫ কিলোমিটার এলাকা জুড়ে ভেসে এসেছে মৃত জেলি ফিস। গত কয়েকদিন ধরে ঢেউয়ের সাথে ভেসে আসা মৃতজেলি ফিস পড়ে আছে সাগর পাড়ে। সমুদ্র বিজ্ঞানীরা বলছেন, ‌‘জেলেদের জালে অথবা বালুতে আটকা পড়ে মারা গেছে জেলি ফিস।’

গত এক সপ্তাহ ধরে সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে ভেসে আসতে শুরু করে মৃত জেলি ফিস। তবে গত দুইদিন ধরে বেশী পরিমানে ভেসে আসতে দেখা গেছে। বৃহস্পতিবার (৪ আগষ্ট) বিকেলেও কক্সবাজার সমুদ্র পাড়ে দেখা যায় অসংখ্য মৃত জেলি ফিস। যেগুলো জোয়ারের সময় ভেসে এসে বালিয়াড়িতে আটকা পড়েছে।

সৈকতের ডায়াবেটিক থেকে হিমছড়ি পর্যন্ত ছড়িয়ে থাকা মৃত জেলি ফিস পড়ে থাকতে দেখছেন স্থানীয়রা। তারা বলছেন, ‘সাগর পাড়ে এতো বেশি জেলি ফিসের মৃত্যূ তারা দেখেননি ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সাইয়েন্স এন্ড ফিশারিজ বিভাগের ডিন অধ্যাপক ড. রাশেদ-উন-নবী বলেন, “সমুদ্র গবেষক হঠাৎ জেলি ফিসের মৃত্যুর রহস্য বলতে পারেননি। তবে অনুমান করে বলেছেন, জেলেদের জালে আটকা পড়ে জেলেফিস মারা পড়তে পারে।”

সটঃ মো. রেজাউল করিম অতিরিক্ত পুলিশ সুপার (ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার অঞ্চল) জানান, “সৈকত জুড়ে পড়ে থাকা মানুষের শরীরের জন্য মৃত জেলি ফিসগুলো পরিবেশবাদী সংগঠনের কর্মিদের সহায়তা সরানো কাজ করছে ট্যুরিস্ট পুলিশ।”

মৃত ভেসে আসা জেলে ফিসের নমুনা সংগ্রহ করেন সমুদ্র গবেষণা ইনিস্টিটউটের বিজ্ঞানীরা। প্রাথমিকভাবে জলবায়ুর পরিবর্তন কিংবা সমুদ্রের প্রতি মানুষের দুঃশাসনে, জলজপ্রাণীর মৃত্যুর কারণ বলতে চাননি তারা। তবে তারা জানান, ভেসে আসা জেলি ফিস মানুষের শরীরের জন্য ক্ষতিকারক।

এসএ/