স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করলেন স্বামী


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:০৩ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৫


স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করলেন স্বামী
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর থানায় স্বামী ইমরান হোসেন তার স্ত্রী বিজলী আক্তার আমেনাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। 


রবিবার (৬ জুলাই) থানায় আত্মসমর্পণ করার পর ঘটনার বিস্তারিত জানায় পুলিশ।


এনায়েতনগর এলাকার জাহাঙ্গীর মিয়ার ভাড়াটিয়া বাসায় শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে। ইমরান ও বিজলীর সম্পর্ক ছিল প্রায় ৯ মাস পুরনো, এবং তাদের মধ্যে প্রায়ই পারিবারিক অশান্তি চলতো।


সেই রাতে, মোবাইল ফোন নিয়ে ঝগড়া শুরু হয়। ইন্টারনেট ডাটা নিয়ে তুচ্ছ অযুহাতে স্বামী ও স্ত্রীর মধ্যে তর্কাতর্কি শুরু হয়, যা শেষপর্যন্ত হত্যাকাণ্ডে রূপ নেয়। স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার পর ইমরান তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


ঘাতক স্বামী ইমরান হোসেন পরে থানায় আত্মসমর্পণ করেন এবং পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।


বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আরএক্স/