মেয়েকে ধর্ষণে বাবা গ্রেফতার!


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মেয়েকে ধর্ষণে বাবা গ্রেফতার!

প্রতীকী ছবি

জামালপুরের বকশীগঞ্জে নিজেরই ১৩ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেফতার হয়েছে।

শুক্রবার (৫ আগষ্ট) রাতে জামালপুর জেলা শহরের রাণীগঞ্জ যৌনপল্লীতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর পূর্বপাড়ায় ধর্ষণের ঘটনা ঘটলে অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা করেন তাঁর স্ত্রী। 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জনবাণীকে জানান, ‍“শনিবার ওই ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”

তিনি আরো জানান, “এই ঘটনায় শিশুর মা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।”

এসএ/