পটিয়ায় জুয়া খেলার আসরে পুলিশের অভিযান, গ্রেফতার ৭
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:২৭ পিএম, ১লা সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামের পটিয়ায় জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জিরি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো. ইব্রাহিমের দোকানে এ অভিযান চালানো হয়।
আরও পড়ুন: স্কুলছাত্রীকে ইভটিজিং, অটোচালককে কারাদণ্ড দিল ইউএনও
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার মো. সাজ্জাদ (২০), আ. আজিজ (৪২), মো. আনিছ (২৮), মো. ফরিদ (৪২), মো. জোবায়রুল ইসলাম (৩২), মো. কামাল উদ্দিন (২৬) ও মো. আব্দুল হামিদ (২৭)।
এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামানের নির্দেশে এসআই (নিঃ) মো. আব্দুল হান্নান, এসআই (নিঃ) অনিক ভক্ত ও সঙ্গীয় পুলিশ ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন: চকরিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ওসি নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতজন জুয়াড়িকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, পটিয়ার যেকোন এলাকায় জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

পরকীয়ার যন্ত্রণা সইতে না পেরে স্বামীর আত্মহত্যা

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাঙ্গুনিয়া বিএনপির শ্রদ্ধা নিবেদন

বাঁশখালীতে ডেঙ্গু বিষয়ক সচেতনতা র্যালি অনুষ্ঠিত

৩ ঘণ্টা ধরে চলছে স্থানীয়দের সঙ্গে চবি শিক্ষার্থীদের সংঘর্ষ, নেই পুলিশ
