৩ ঘণ্টা ধরে চলছে স্থানীয়দের সঙ্গে চবি শিক্ষার্থীদের সংঘর্ষ, নেই পুলিশ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৩৯ পিএম, ৩১শে আগস্ট ২০২৫

তিন ঘণ্টা ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ চলছে। এখন পর্যন্ত ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের উপস্থিতি দেখা যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করেও পরিস্থিতি নিয়স্ত্রণে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন।
রবিবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
আরও পড়ুন: স্কুলছাত্রীকে ইভটিজিং, অটোচালককে কারাদণ্ড দিল ইউএনও
স্থানীয়রা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই পক্ষের মধ্যে সমঝোতা করতে গেলে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এর ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।
চবি থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে অবস্থিত হাটহাজারী মডেল থানা এবং আট কিলোমিটার দূরে চট্টগ্রাম সেনানিবাস থাকা সত্ত্বেও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য ঘটনাস্থলে পৌঁছায়নি।
আরও পড়ুন: চকরিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, তবে এখন পর্যন্ত তা সম্ভব হয়নি।
আরএক্স/