খাগড়াছড়িতে সাংবাদিক পরিবারের ওপর হামলা, আহত ২


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:১১ পিএম, ২৯শে আগস্ট ২০২৫


খাগড়াছড়িতে সাংবাদিক পরিবারের ওপর হামলা, আহত ২
ছবি: প্রতিনিধি

খাগড়াছড়িতে সাংবাদিক পরিবারের ওপর হামলায় দুইজন আহত। খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী স্কোয়াস্থ কলেজ গেইট এলাকার সাংবাদিক সুজন বড়ুয়ার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টায় সময় দেশীয়  অস্ত্রশস্ত্রে প্রতিবেশী শাহা আলম বাচ্চু ও তার ছোট ভাই গোলাম রসুল মিশু এবং দুই ছেলে মিলে এ হামলা চালায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। 


আরও পড়ুন: রাস্তার পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার


সাংবাদিক সুজন বড়ুয়া জানান, হামলাকারীরা আমার প্রতিবেশী। তারা দা কোড়াল নিয়ে সীমানার একটি গাছ কাটতে শুরু করলে আমরা না কাটার জন্য অনুরোধ করলেও সেটি উপেক্ষা করে তারা আমাদের উপর অতর্কিত হামলা চালায় এতে আমার ছোট ভাই রিপন বড়ুয়া (৩৭) ও ছেলে দূর্জয় বড়ুয়া শুভ্র (১৬) তাদের কোড়ালের আঘাতে আহত হয়। আমি এগিয়ে গেলে আমাকে ও মারধর করা হয়। থানায় অভিযোগ দিয়েছি।


ঘটনার বিষয়ে জানতে শাহ আলম বাচ্চুর বাড়িতে গেলেও কোনো পুরুষ বাড়িতে পাওয়া যায়নি তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


ঘটনার বিষয়ে জানতে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধাকে ফোন করা হলে তিনি জানান, উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন, তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। তদন্ত কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।


এসএ/