বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব, উপকূলে বৃষ্টি-ঝোড়ো হাওয়ায় দুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৪ পিএম, ২৮শে আগস্ট ২০২৫

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নোয়াখালীর উপকূলীয় এলাকায় ভোর থেকে থেমে থেমে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এতে হাতিয়া, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার জনজীবনে ব্যাপক ভোগান্তি দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নাফ নদে আতঙ্ক: চার দিনে ৪৬ বাংলাদেশি জেলে অপহৃত
প্রবল বাতাস ও বৃষ্টিতে স্কুলগামী শিক্ষার্থী ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে। হাতিয়ার মেঘনা নদীর ভাঙনপ্রবণ এলাকায় জোয়ারের পানি ও বাতাসে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন, উত্তাল সাগরের কারণে মাছ ধরার ট্রলারগুলো ঘাটে আটকে আছে। বাজারেও ক্রেতা কমে গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, খারাপ আবহাওয়ার কারণে অধিকাংশ মানুষ ঘরবন্দি হয়ে পড়েছেন।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ১৮ জেলেকে অপহরণ করল আরাকান আর্মি
নোয়াখালী জেলা আবহাওয়া অফিস ও প্রশাসন জানিয়েছে, জেলেদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং গভীর সাগরে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আগামী এক থেকে দুই দিন এই আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এএস