নাফ নদে আতঙ্ক: চার দিনে ৪৬ বাংলাদেশি জেলে অপহৃত


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:১৮ পিএম, ২৮শে আগস্ট ২০২৫


নাফ নদে আতঙ্ক: চার দিনে ৪৬ বাংলাদেশি জেলে অপহৃত
ছবি: সংগৃহীত

মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির হাতে টানা চার দিনে ৪৬ জন বাংলাদেশি জেলে অপহৃত হয়েছেন। গত ১৭ থেকে ২৬ আগস্ট পর্যন্ত ৯ দিনের ব্যবধানে মোট ৫১ জন জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে সংগঠনটি। তবে এ পর্যন্ত কাউকেই ফিরিয়ে আনা সম্ভব হয়নি।


স্থানীয় প্রশাসন ও জেলেদের দেওয়া তথ্যমতে, ১৭ আগস্ট ৫ জন, ২৩ আগস্ট ১২ জন, ২৪ আগস্ট ১৪ জন, ২৫ আগস্ট ৭ জন এবং ২৬ আগস্ট টেকনাফের নাফ নদের মোহনা থেকে দুটি ট্রলারসহ আরও ১৩ জন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।


আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ১৮ জেলেকে অপহরণ করল আরাকান আর্মি


জেলেরা জানান, শাহপরীর দ্বীপের কাছাকাছি নাফ নদের নাইক্ষ্যংদিয়া এলাকায় অস্ত্রশস্ত্রসহ স্পিডবোটে করে ধাওয়া করছে আরাকান আর্মি। এরই মধ্যে একাধিকবার ট্রলারডুবির ঘটনাও ঘটেছে। সর্বশেষ ২৬ আগস্ট ধাওয়া খেয়ে একটি ট্রলার ডুবে গেলে কোস্টগার্ড ছয় জেলেকে উদ্ধার করে।


ট্রলার মালিকরা বলেন, মিয়ানমার অংশে আরাকান আর্মির আধিপত্য বিস্তার থাকায় জেলেরা প্রায়ই অপহৃত হচ্ছেন। মাঝেমধ্যে তাদের মুক্তি দিলেও মাছ ও জাল লুট করে নিয়ে যায় তারা। এতে জেলে পরিবারগুলো ভোগান্তি ও আতঙ্কে দিন কাটাচ্ছে।


আরও পড়ুন: তিতাসে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত


কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন শাকিব মেহবুব জানান, জেলেদের বারবার সতর্ক করার পরও তারা জলসীমা অতিক্রম করায় এ ধরনের ঘটনা বাড়ছে। নাফ নদে টহল জোরদার করা হয়েছে এবং জেলেদের সীমানা অতিক্রম না করতে সতর্ক করা হচ্ছে।


টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, নদীতে নাব্যতা সংকটের কারণে ভাটার সময় জেলেদের মিয়ানমার সীমান্ত ঘেঁষে যাতায়াত করতে হয়। এ সুযোগে তাদের ধরে নিয়ে যাচ্ছে আরাকান আর্মি। অপহৃতদের দ্রুত ফেরাতে বিজিবি ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করছে।


এএস