তিতাসে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৮ পিএম, ২৭শে আগস্ট ২০২৫


তিতাসে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত
ছবি: প্রতিনিধি।

কুমিল্লার তিতাসে প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।


বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা মৎস দপ্তরের আয়োজনে রাজস্ব বাজেটের আওতায় উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন।


এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, মৎস কর্মকর্তা মোসাম্মৎ নাজমা আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খাজা মাইনুদ্দীন, পরিসংখ্যান কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী পারভীনসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 


এদিন উপজেলা পরিষদের পুকুরে ও উন্মুক্ত জলাশয়ে ২৮৯ কেজি রুই, কাতলা, মৃগেলসহ দেশিও জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।


এসডি/