টেকনাফ উপকূলে ১১ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৫৮ পিএম, ২৬শে আগস্ট ২০২৫


টেকনাফ উপকূলে ১১ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপকূলে নাফ নদীর মোহনা থেকে ১১ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি (এএ)। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং বাকি ছয়জন রোহিঙ্গা জেলে বলে জানা গেছে।


মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে টেকনাফের নাইক্ষ্যংদিয়া মিয়ানমার অংশ থেকে তাদের ধরে নিয়ে যায় সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠী।


আরও পড়ুন: পেকুয়ায় নিজ ঘরে মিলল ভিক্ষুকের মরদেহ


শাহপরীর দ্বীপ জেটিঘাট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান মাঝি জানান, স্থানীয় জেলেদের কাছ থেকে খবর পেয়েছেন, সাগর থেকে ফেরার পথে ট্রলারসহ ১১ জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা। এর মধ্যে পাঁচজন বাংলাদেশি ও ছয়জন রোহিঙ্গা।


তিনি আরও জানান, এর আগে তার মালিকানাধীন একটি ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে গিয়েছিল এ গোষ্ঠী। এখনও তাদের মুক্তি দেওয়া হয়নি।


আরও পড়ুন: নাফ নদীর থেকে আরও ছয় জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি


টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, দুপুরে তথ্য পাওয়া গেছে আরাকান আর্মির হাতে আরও ১১ জেলে আটক হয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনা নিয়ে আইনশৃঙ্খলা সভায় আলোচনা হয়েছে। পাশাপাশি জেলেদের সতর্ক করে দেওয়া হয়েছে যেন তারা মিয়ানমার সীমান্তে প্রবেশ না করে।


এএস