পেকুয়ায় নিজ ঘরে মিলল ভিক্ষুকের মরদেহ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫৮ পিএম, ২৬শে আগস্ট ২০২৫


পেকুয়ায় নিজ ঘরে মিলল ভিক্ষুকের মরদেহ
মরদেহ

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী গ্রামে নিজ ঘর থেকে ফাতেমা বেগম (৫৮) নামে এক বিধবা ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


সোমবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।


নিহত ফাতেমা ওই এলাকার মৃত নুরুচ্ছফার স্ত্রী।


প্রতিবেশী পারভিন আক্তার জানান, ভিক্ষা ও ঝাঁকফুঁক–পানিপড়া করে জীবিকা নির্বাহ করতেন ফাতেমা বেগম। দীর্ঘদিন ধরে তিনি একাই একটি কুঁড়ে ঘরে বসবাস করছিলেন। বিকেলে তিনি ফাতেমার কাছে পানিপড়া নিতে গিয়েছিলেন। তখন দরজা বন্ধ থাকায় ফিরে আসেন। পরে সন্ধ্যায় আবার স্বামীসহ গেলে একই অবস্থা দেখতে পান। দরজা খুলে ভেতরে ঢুকতেই ফাতেমার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।


ইউপি সদস্য মুহাম্মদ ইউনুস বলেন, টাকা-পয়সার লোভে দুর্বৃত্তরা ঘরে ঢুকে শ্বাসরোধে তাকে হত্যা করেছে। এর আগেও প্রায় এক মাস আগে তার ঘর থেকে ১০ হাজার টাকা চুরি হয়েছিল। সালিসে ৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছিল। এবারও ধারণা করা হচ্ছে চুরির সময় বাধা দেওয়ায় তাকে খুন করা হয়েছে।


পেকুয়া থানার এসআই উগ্যজাই মারমা জানান, সুরতহাল প্রতিবেদনে মরদেহের গায়ে দৃশ্যমান আঘাত না থাকলেও কানের পাশে ও গলার নিচে রক্ত জমাট দেখা গেছে।


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’


এসএ/