রোহিঙ্গা গণহত্যা দিবস: নিরাপদ প্রত্যাবাসনের আহ্বান


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫৩ পিএম, ২৫শে আগস্ট ২০২৫


রোহিঙ্গা গণহত্যা দিবস: নিরাপদ প্রত্যাবাসনের আহ্বান
ছবি: প্রতিনিধি

রোহিঙ্গারা নিরাপত্তা, সম্মান ও নাগরিক অধিকারসহ স্বদেশে ফিরে যাওয়ার জন্য আন্তর্জাতিক মহলের পাশে থাকার আহ্বান জানিয়েছে। 


রোহিঙ্গা সংকটের আট বছর পূর্তিতে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে সোমবার (২৫ আগস্ট) ‘রোহিঙ্গা গণহত্যা দিবস’ পালিত হয়েছে।


সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উখিয়ার ৪ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বালুর মাঠে, যেখানে শত শত রোহিঙ্গা পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত ছিলেন। তারা জানান, রাখাইনে গণহত্যার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানের সঙ্গে মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।


রোহিঙ্গা কমিউনিটি যুবনেতা মোহাম্মদ হুমায়ুন বলেন, আট বছর কেটে গেলেও মিয়ানমার একজন রোহিঙ্গাকেও ফিরিয়ে নি। শিক্ষাসহ স্বাস্থ্য ও খাদ্য কার্যক্রমে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান জানান, আইসিজে ও আইসিসিতে বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার পাশাপাশি রোহিঙ্গাদের স্বদেশে ফেরার জন্য বিশ্ববাসীর সহযোগিতা প্রয়োজন।


উখিয়া ও টেকনাফের অন্তত ৭টি ক্যাম্পে পৃথক সমাবেশের মাধ্যমে রোহিঙ্গারা তাদের দাবি তুলে ধরেছে।