কুমিল্লায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:০৯ পিএম, ২৪শে আগস্ট ২০২৫


কুমিল্লায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭
ছবি প্রতীকী

কুমিল্লার বিসিক শিল্পনগরী এলাকায় সায়েম নামে এক যুবককে গণপিটুনিতে হত্যার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 


শনিবার (২৩ আগস্ট) দিনভর নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 


রোববার (২৪ আগস্ট) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।


গ্রেপ্তাররা হলেন -মেহেদি হাসান (১৮), জোবায়ের আহমেদ (২০), সিয়াম (১৮), মেহেদী (২১), নাঈম (২১), এমদাদ (২১) ও ঈমাম হোসেন। 


এর আগে হত্যাকাণ্ডের ঘটনায় গত শুক্রবার রাতে নিহত সায়েমের বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা করেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর বিসিক ও অশোকতলা এলাকায় চাঁদাবাজি করতেন সায়েম। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিক শিল্পনগরীর জান্নাতুল ফুড প্রোডাক্টস নামে একটি কারখানায় উৎপাদিত শনপাপড়ি খেতে গিয়ে সেখানে চাঁদা দাবি করেন সায়েম। এ সময় সেখানে তাকে আটক করে হাত-পা বেঁধে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


নিহত সায়েম আদর্শ সদর উপজেলার দিদার মার্কেট এলাকার ভাড়াটিয়া অটোরিকশা চালক আমিনুল ইসলামের ছেলে। তাদের গ্রামের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার সনাতন গ্রামে। 


আরও পড়ুন ফের লঘুচাপের আভাস, বন্দরে নম্বর সংকেত


স্থানীয়দের অভিযোগ, সায়েম ও তার সহযোগিরা বিসিক এলাকার বিভিন্ন কারখানা থেকে চাঁদা আদায় করত। এছাড়া তারা চুরি ও ছিনতাইয়ের সঙ্গেও জড়িত ছিল।


নিহত সায়েমের বাবা আমিনুল ইসলাম জানান, আমি খুনিদের বিচার চাই। আমার ছেলেকে তারা পরিকল্পিতভাবে খুন করেছে। ঘটনার সময় সে কোনো চাঁদাবাজি করতে যায়নি বলে দাবি করেন তিনি।


এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, নিহত সায়েমের বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে মামলা দায়েরের পর এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের সবাই গণপিটুনিতে জড়িত রয়েছে। অপর আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।


এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক জানান, নিহত সায়েম এলাকায় চাঁদাবাজি ছিনতাই করত। তার বিরুদ্ধে একটি হত্যাসহ তিনটি মামলা রয়েছে।


এসএ/