রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন শুরু
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:২৬ পিএম, ২৪শে আগস্ট ২০২৫

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিক খুঁজে বের করতে কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন।
রবিবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় উখিয়ার ইনানীতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত হোটেল বে-ওয়াচ মিলনায়তনে সম্মেলনের সূচনা হয়।
আরও পড়ুন: কক্সবাজারে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাঙ্গে ধাক্কা,আহত ১৫
সম্মেলনের প্রথম দিন রোহিঙ্গা ক্যাম্প থেকে শত নারী-পুরুষকে নিয়ে আনা হয়েছে সেখানে। আগত অতিথিরা এসব রোহিঙ্গাদের মতামত গ্রহণ করছেন। মুল স্বদেশ ফেরতে রোহিঙ্গা ভাবনা নিয়ে শুনা হচ্ছে রোহিঙ্গাদের ভাবনা।
সম্মেলনের অভ্যন্তরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের প্রবেশ অনুমতি না থাকলেও দায়িত্বশীল একটি সূত্রে বিষয় নিশ্চিত হওয়া গেছে। যেখানে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান সহ দেশী-বিদেশী অতিথিরা উপস্থিত রয়েছেন।
শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বিষয় নিশ্চিত করে জানান, রবিবার বিকেলে বিদেশি এবং বাংলাদেশের উপদেষ্টাদের উপস্থিতিতে ক্যাম্পে প্রতিনিধিত্বকারি একশত রোহিঙ্গা নারী-পুরুষদের নিয়ে সম্মেলন শুরু হয়েছে।
রোহিঙ্গাদের কাছ থেকে শুনা হচ্ছে তারা আসলে কি চায়। তারা আসলে কিভাবে নিজ দেশে ফেরত যাবে। এ আলোচনাটি মুলত তাদের মনোবল বৃদ্ধি করা ও প্রত্যাবাসনে তাদের ভাবনা শুনা হচ্ছে। সেখানে অংশীজনরা কিভাবে রোহিঙ্গাদের সহযোগিতা করতে পারেন এটি হচ্ছে প্রথম দিনের আলোচনার বিষয়। সন্ধ্যায় বিদেশি অতিথিদের জন্য পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্যে রোহিঙ্গাদের কালচারাল অনুষ্ঠান। যেখানে তাদের ঐতিহ্যগত সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরবেন।
তিনি বলেন, সোমবার পরের দিন প্রধান উপদেষ্টা তিন দিনের সম্মেলনের অনুষ্ঠানিক উদ্ভোধন করবেন। সেখানে দেশি বিদেশি অতিথিরা উপস্থিত থাকবেন। বিকেলে চারটি বিষয় ভিত্তিক সেশন থাকনে যেখানে প্রধান উপদেষ্টাসহ দেশি বিদেশি ডেলিগেটরা উপস্থিত থাকবেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকারের উর্ধতন কর্মকর্তাগণ, ঢাকাস্থ বিদেশি মিশনের কর্মকর্তাগণ, বিদেশ থেকে আগত অতিথিরা এ সেশনে অংশগ্রহন করবেন। মঙ্গলবার যেসকল অতিথিরা এখানে আসবেন তাদের ক্যাম্প পরিদর্শনে নিয়ে যাওয়া হবে। তারা যেখানে যেখানে যেতে চান ক্যাম্পের রোহিঙ্গাদের আমরা কিভাবে রেখেছি তা দেখবেন। রোহিঙ্গাদের জন্য যেসব সার্ভিস চালু রাখা হয়েছে সেগলো পর্যবেক্ষন করবেন। রোহিঙ্গাদের সাথেও আলোচনা করবেন।
তিনি বলেন, আমাদের মুল উদ্দেশ্য এবং রোহিঙ্গাদের চাওয়া একটি তাদের নিজ দেশে ফেরত যাওয়া যাতে কোন হানাহানি বা কোন বিপত্তির কারণ না হয়।
আরও পড়ুন: কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ শিক্ষকদের
শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় সুত্র জানায়, আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে নিউইয়র্কে রোহিঙ্গা ইস্যু নিয়ে ১০৭ দেশের সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সম্মেলনের প্রস্তুতি স্বরূপ কক্সবাজারের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে ৪০টি দেশের প্রতিনিধি, আন্তর্জাতিক ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
এসডি/