কক্সবাজারে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাঙ্গে ধাক্কা,আহত ১৫
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৫৭ পিএম, ১৮ই আগস্ট ২০২৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কালিরছড়া এলাকায় যাত্রীবাহী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে তাৎক্ষণিক উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) ভোর ৬ টার দিকে ঈদগাঁও উপজেলার কালিরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যাশক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে কক্সবাজারগামী সেন্টমার্টিন পরিবহনের বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মুহুর্তেই বাসের সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। এসময় স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।
রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এসব বিষয় নিশ্চিত করে জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কালিরছড়া এলাকায় সেন্টমার্টিন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। এ সময় বাসে থাকা ১৫ যাত্রী আহত হয়েছেন। তবে নিহতের খবর পাওয়া যায়নি।
এসডি/