লক্ষ্মীপুরে জুয়ার আসরে অভিযান, গ্রেফতার ৪


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:২১ পিএম, ১৮ই আগস্ট ২০২৫


লক্ষ্মীপুরে জুয়ার আসরে অভিযান, গ্রেফতার ৪
ছবি: প্রতিনিধি।

লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালীর চরে জুয়ার আসরে যৌথ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


রবিবার (১৭ আগস্ট) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।


গ্রেফতারকৃতরা হলেন, কালীর চর গ্রামের মুসলিম হোসেনের ছেলে মো. শ্যামল হোসেন (৪২), একই গ্রামের আব্দুল হাসানের ছেলে মো. আখতার হোসেন (৩৭), টুমচর গ্রামের সুলতান আহমেদের ছেলে মো. দেলোয়ার হোসেন (৪০) এবং আবির নগর গ্রামের মৃত আমিন হোসেনের ছেলে মো. নিয়াজ (২৯)।


অভিযানকালে তাদের কাছ থেকে নগদ ১৮ হাজার ৪৫০ টাকা, একটি জাতীয় পরিচয়পত্র, ৩ সেট জুয়ার কার্ড, ৭টি মোবাইল ফোন, একটি সিমকার্ড ও একটি চার্জারসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।


পরে আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ডাক্তারি পরীক্ষা শেষে থানায় হস্তান্তর করা হয়েছে।


ক্যাপ্টেন রাহাত খানের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন সদর আর্মি ক্যাম্পের টহল টিম ও পুলিশ সদস্যরা


এসডি/