স্থলমাইনে আহত বন্যহাতির হামলায় ডাক্তারসহ আহত ১৫


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৬ পিএম, ১৬ই আগস্ট ২০২৫


স্থলমাইনে আহত বন্যহাতির হামলায় ডাক্তারসহ আহত ১৫
ছবি প্রতিনিধি

কামাল শিশির, রামু (কক্সবাজার) প্রতিনিধি: বাংলাদেশ-মিয়ানমারের নাইক্ষ্যংছড়ির চেরারমাঠ সীমান্তে আরকান আর্মির পুঁতানো স্থলমাইন বিষ্ফোরণে আহত

হাতিটি গত ৩ দিন ধরে রামু রাজারকুল বনে অবস্থান করছে। 


শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে চিকিৎসা করতে গিয়ে ২ চিকিৎসকসহ আহত হন ১৫ জন। বনকর্তা দুইজন রামু সেনা হাসপাতালে।


একজন ঢাকার অপরজন দোলহাজরা সাফারি পার্কের বিশেষজ্ঞ চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেন রামুর রাজারকুল রেঞ্জকর্মকর্তা আলী নেওয়াজ।

এসএ/