দেখামাত্র গুলির নির্দেশ, বার্তা ফাঁসকারী পুলিশ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৩ পিএম, ১৮ই আগস্ট ২০২৫

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের গোপন নির্দেশ ফাঁসের অভিযোগে অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) রাতেই খুলশী থানা পুলিশ তাকে আটক করে এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করেছে।
আরও পড়ুন: স্থলমাইনে আহত বন্যহাতির হামলায় ডাক্তারসহ আহত ১৫
অমি দাশ সিএমপির টেলিকম ইউনিটে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পটিয়া, চট্টগ্রাম। পুলিশ সূত্রে জানা গেছে, ১২ আগস্ট কমিশনার হাসিব আজিজ ওয়্যারলেসে সব পুলিশ সদস্যকে ‘দেখামাত্র গুলি’ করার নির্দেশ দেন। ওই নির্দেশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তদন্তে কনস্টেবল অমি দাশকে শনাক্ত করা হয়।
ঘটনার প্রেক্ষাপট: ১১ আগস্ট রাতে সল্টগোলা ক্রসিংয়ে আওয়ামী লীগের বিক্ষোভ চলাকালীন পুলিশের একজন উপ-পরিদর্শক গুরুতর আহত হন। পরে কমিশনার নির্দেশ দেন, পুলিশ যেকোনো পরিস্থিতিতে সশস্ত্র অবস্থায় দায়িত্ব পালন করবে এবং আত্মরক্ষার অধিকার ব্যবহার করতে পারবে।
আরএক্স/