আখাউড়ায় শ্মশানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:০১ পিএম, ২৮শে আগস্ট ২০২৫


আখাউড়ায় শ্মশানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাটি ফেলে মহাশ্মশানের জায়গা দখল করার অভিযোগ করেছে হিন্দু সম্প্রদায়। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার পৌর শহরের সড়ক বাজার মুক্ত মঞ্চের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ অভিযোগ করা হয়।  


এলাকাবাসী ও হিন্দু সম্প্রদায়ের আয়োজনে মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়। সাত দিনের মধ্যে মহাশ্মশানের জায়গা দখলমুক্ত করার জন্য প্রশাসনকে আল্টিমেটাম দেওয়া হয়। প্রতিবাদের অংশ হিসেবে প্রতিবাদ সভা, স্মারকলিপি প্রদানসহ আগামী ৭ দিনের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।  


আরও পড়ুন: আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ


শান্তিবন মহাশ্মশানের প্রধান পুজারী আশীষ ভ্রম্যচারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরের সভাপতি চন্দন ঘোষ, সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী, মহাশ্মশানের সভাপতি হীরালাল সাহা, জেলা পুজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রবীর চৌধুরী রিপন, জেলা হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি এড. জয়নাল শীল, সাবেক পৌর কাউন্সিলর মন্তাজ মিয়া, প্রভাষক সুভাস দাস ও পৌর যুবদলের আহবায়ক জাবেদ আহমেদ ভূইয়া প্রমুখ। 


হিন্দু নেতারা অভিযোগ করে বলেন, গত ২০ আগস্ট পৌর শহরের রাধানগর কলেজ পাড়ায় শ্মশানের পাশে মাপঝোঁক করে খুঁটি দিয়ে লাল নিশান টানিয়ে দেয় উপজেলা প্রশাসন। প্রশাসন তখন আমাদেরকে বলেছিল তারা সরকারি জায়গা মাপঝোঁক করছে। কাউকে জায়গা বুঝিয়ে দিবে না। কিন্তু গত কয়েকদিন ধরে মুছা মিয়া নামে এক ব্যক্তি লাল নিশানের পাশে মাটি ফেলে শ্মশানের জায়গায় দখল শুরু করেছে। 


এ ব্যপারে অভিযুক্ত আবু মুছা ভূইয়া বলেন, শ্মশানের জায়গা নয়, আমি আমার নিজস্ব জায়গায় মাটি ভরাট করছি।


এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অতশী দর্শী চাকমা বলেন, আমরা সরকারি জায়গা মাপঝোঁক করে লাল নিশান দিয়েছি। এটা জেলা প্রশাসকের ১নং খাস খতিয়ানভূক্ত জায়গা।


এসএ/