Logo

আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ

profile picture
জনবাণী ডেস্ক
২৮ আগস্ট, ২০২৫, ২১:৫৭
228Shares
আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ
ছবি: সংগৃহীত

জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে।

বিজ্ঞাপন

জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম দিনে শহীদ আবু সাঈদের বাবা আদালতে সাক্ষ্য দিতে পারেন বলে জানা গেছে।

এর আগে বুধবার মামলার সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর আবু সাঈদ হত্যার পটভূমি ও অভিযোগের বিস্তারিত তুলে ধরেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত ৬ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ মোট ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। তবে এ মামলার আসামিদের মধ্যে ২৪ জন এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে চারজন আইনজীবী নিয়োগ করা হয় গত ২২ জুলাই।

গত ৩০ জুলাই পলাতক আসামিদের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত চার আইনজীবী। এর মধ্যে পাঁচজনের হয়ে লড়েন আইনজীবী সুজাত মিয়া, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাদের পক্ষে ছিলেন মামুনুর রশীদ, এছাড়া ইশরাত জাহান ও শহিদুল ইসলামও শুনানিতে অংশ নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ছাড়া ২৯ জুলাই তিন আসামির পক্ষে শুনানি হয়। শরিফুলের হয়ে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী আমিনুল গণি টিটো, কনস্টেবল সুজনের হয়ে লড়েন আইনজীবী আজিজুর রহমান দুলু এবং ইমরানের পক্ষে ছিলেন আইনজীবী সালাহউদ্দিন রিগ্যান।

উল্লেখ্য, গত ২৮ জুলাই মামলার ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ করে প্রসিকিউশন। তারও আগে ৩০ জুন মামলার আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে ট্রাইব্যুনাল এবং ২৪ জুন তদন্ত সংস্থা আদালতে প্রতিবেদন জমা দেয়। এ মামলায় মোট ৬২ জন সাক্ষী রয়েছেন।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD