কৃষকের ফাঁদে ধরা পড়ল মেছোবাঘ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:১৭ পিএম, ৩০শে আগস্ট ২০২৫


কৃষকের ফাঁদে ধরা পড়ল মেছোবাঘ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষকের পাতানো ফাঁদে ধরা পড়েছে একটি মেছোবাঘ। শুক্রবার (২৯ আগস্ট) সকালে ফটিকছড়ির নানুপুর বাজার সংলগ্ন রহমত বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।


বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং অনেক মানুষ বাঘটিকে দেখতে ভিড় করেন।


আরও পড়ুন: খাগড়াছড়িতে সাংবাদিক পরিবারের ওপর হামলা, আহত ২


কৃষক মুহাম্মদ ইয়াকুব জানান, প্রতিদিন রাতে তার হাঁস-মুরগি শিকার করছিল বন্যপ্রাণীটি। তাই তিনি ফাঁদ পেতে রাখেন, আর সেই ফাঁদেই আটকা পড়ে মেছোবাঘটি।


স্থানীয়দের ধারণা, এর ওজন প্রায় ১৫ কেজি। প্রাণীর গঠন ও আচরণ দেখে সেটিকে মেছোবাঘ হিসেবে শনাক্ত করা হয়।


আরও পড়ুন: কক্সবাজারের সাগর ও নদীতে নিখোঁজ ৪


খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নানুপুর ইউপির প্যানেল চেয়ারম্যান তহিদুল আলম। তিনি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান। পরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রাণীটিকে হেফাজতে নেওয়া হয়।


ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, মেছোবাঘটি আহত হয়নি। তবে তার চিকিৎসা ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পরে প্রাণীটিকে চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে।


এএস