স্কুলছাত্রীকে ইভটিজিং, অটোচালককে কারাদণ্ড দিল ইউএনও


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:১৩ পিএম, ৩০শে আগস্ট ২০২৫


স্কুলছাত্রীকে ইভটিজিং, অটোচালককে কারাদণ্ড দিল ইউএনও
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইভটিজিংয়ের দায়ে মো. ইব্রাহিম (২২) নামের এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


শনিবার (৩০ আগস্ট) কুটি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আতকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 


স্থানীয় সূত্রে জানা যায়, কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক ছাত্রী কোচিং শেষে বাড়ি ফেরার পথে বখাটে ইব্রাহিমের ইভটিজিংয়ের শিকার হন। সে অটোরিকশা চালানো অবস্থায় অশালীন কথা বলতে থাকে ও মেয়েটিকে উত্ত্যক্ত করতে থাকলে বিষয়টি স্থানীয়রা টের পেলে বখাটে ইব্রাহিমকে আটকে রেখে প্রশাসনকে অবহিত করে।


আরও পড়ুন জ্ঞান ফিরেছে নুরের


খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে আসামিকে জিজ্ঞাসাবাদ করেন। পরে আসামি দোষ স্বীকার করায় দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারা মোতাবেক তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।


এসএ/