২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে: জামায়াত নেতা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:২৫ পিএম, ৩০শে আগস্ট ২০২৫


২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে: জামায়াত নেতা
ছবি: সংগৃৃহীত

অবাধ, সুষ্ঠু, এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য অবিলম্বে প্রশাসনের মধ্যে যে ফ্যাসিবাদীরা অবস্থান করছে, তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছন বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মদ রেজাউল করিম। ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অন্যায়কে যারা সমর্থন দিয়ে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে চায়, তাদের ভারতে পাঠিয়ে দেওয়া হবে।


শনিবার (৩০ আগস্ট) বিকেলে সেনবাগের সেবারহাট বাজারে শহীদ নিজাম উদ্দিনের ২৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।


আরও পড়ুন: চকরিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, আপনারা হয়তো নূরকে নিরীহ মনে করে টেস্ট করছেন। এরপর আপনারা বড়দের দিকে আসবেন। তবে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যে বা যারা আমাদের ওপর গুলি চালিয়েছেন, গুম করেছেন, খুন করেছেন, রিমান্ডে নিয়েও অত্যাচার করেছেন, তাদেরকে পুলিশ, প্রশাসন, র‍্যাবের মধ্যে রাখা যাবে না। বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচন হতে হয়, তাহলে এসব ফ্যাসিস্টদের রাজনৈতিক দিক থেকে নিঃশেষ করতে হবে।


তিনি আরও বলেন, জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করার কারণে প্রিয় ভাই নূরের ওপর যে নির্যাতন হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। যদি পুলিশ প্রশাসন এখনো তাদের গ্রেফতার না করে, তবে বিপ্লবের নতুন সূচনা হতে পারে।


আরও পড়ুন: স্কুলছাত্রীকে ইভটিজিং, অটোচালককে কারাদণ্ড দিল ইউএনও


এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা উত্তর জামায়াতে ইসলামীর সভাপতি মো. দাউদ ইসলাম এবং সঞ্চালনা করেন সেনবাগ দক্ষিণ আদর্শ থানা শাখার সভাপতি মো. ফয়জুল ইসলাম দিদার। সভায় আরও বক্তব্য দেন নোয়াখালী জেলার নায়েবে আমির ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের জামায়াত ইসলামী এমপি প্রার্থী মাওলানা সাইয়েদ আহমদ, সেনবাগ উপজেলা জামায়াতের আমির ইয়াসিন করিম, নায়েবে আমির আব্দুল মালেক, ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ মুহাম্মদ আবু মুসা, জেলা উত্তরের সেক্রেটারি মো. মুজাহিদুল ইসলাম প্রমুখ।


এছাড়া উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক আমিনুল ইসলাম ফাহাদ, জেলা অর্থ সম্পাদক ওসমান গনি, প্রকাশনা সম্পাদক আব্দুর রহিম, এইচআরডি সম্পাদক মুশফিকুজ্জামান তামিমসহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা।


এমএল/