গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় নিহত ২
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ভ্যান চালকসহ ২ জন নিহত ও ২ জন আহত হয়েছে। শনিবার (৬ আগষ্ট) সকাল ৬ টার দিকে বোয়ালিয়া পৌর এলাকার বোয়ালিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যান চালক শাহাজাহান আলী(৫০) বোয়ালিয়ার গ্রামের শিববারী পাড়ার আলহাজ্ব বাতেন মন্ডলের ছেলে। অন্য আর একজন হলেন নয়াপাড়া কৃষ্ণপুর গ্রামের এনামুল শেখ এর ছেলে ফরিদ শেখ (২২)। আহত দুইজন হলেন ফুলবাড়ী ইউনিয়নের সোহাগী গ্রামের মোজাম্মেল এর পুত্র এজাদুল(৩৫), মালাধর গ্রামের ইয়াছিন আলীর পুত্র হামিদুল।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা শাহজালাল শাহ্ পরান নামের একটি যাত্রী বাহী বাস বোয়ালিয়া মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালকসহ দুইজন নিহত হয়। এ সময় ঘাতক বাসটি নিয়ে গাড়ীর ড্রাইভার পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বাসটির নিচে ভ্যান আটকে গেলে প্রায় আধা কিলোমিটার যাওয়ার পর যখন গাড়িটি নিয়ে যাওয়া সম্ভব না হলে গাড়ীটি রেখে গাড়ীর ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পরে এ ঘটনা বেগতিক দেখে যাত্রীরা গাড়ী থেকে নেমে যায়। স্থানীয়রা আহত দুইজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাদের অবস্থা আশংকা জনক হওয়ার তাদেরকে রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আরিফ হোসেন জনবাণীকে বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা শাহজালাল শাহ পরান নামের একটি যাত্রীবাহী বাস গোবিন্দগঞ্জের বোয়ালিয়া মোড়ে এসে ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালকসহ ঘটনাস্থলেই ২ জন নিহত এবং আরও ২ জন আহত হন। আহত দুইজনকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”
দুর্ঘনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুন্নবী প্রধান জনবাণীকে বলেন, “ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে একটি মামলা রুজু করা হয়েছে।”
এসএ/