ট্রেনের ইউপিন ভেঙ্গে ইঞ্জিন থেকে বগি আলাদা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে জামালপুর দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের পাশের বগি ইঞ্জিনের সাথে সংযোগের ইউপিন ভেঙ্গে যাওয়ায় ট্রেনের বগি ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায়।
প্রায় দেড় ঘন্টা যাবত শ্রীপুর রেল স্টেশনে অবস্থান করছে ট্রেনটি। রবিবরার (৪আগষ্ট) সকাল ১১টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটি আসে।
এ বিষয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হারুনুর রশিদ দৈনিক জনবানী কে জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি সকাল ১১টার দিকে শ্রীপুর রেল স্টেশনে আসে।
এখানে এসে ইঞ্জিনের পাশের বগীর সাথে সংযোগের ইউপিন ভেঙ্গে গিয়ে ইঞ্জিন থেকে বগি আলাদা হয়ে যায়। তবে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আরএক্স/