সিঁধ কে‌টে শিশু চু‌রি!


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সিঁধ কে‌টে শিশু চু‌রি!

পটুয়াখালীর বাউফ‌লে সিঁধ কে‌টে ঘ‌রে ঢু‌কে রিসান (৭) না‌মের এক ঘুমন্ত শিশু চু‌রির ঘটনা ঘটেছে।  

শনিবার (৬ আগস্ট) রাত সারে ১১টার দিকে উপ‌জেলার কা‌ছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রা‌মে ওই ঘটনা ঘটে। ‌রিসান ওই গ্রা‌মের হা‌বিব হাওলাদার ছে‌লে।

স্থানীয় সূ‌ত্রে জানা‌ গে‌ছে, রিসান‌কে নি‌য়ে তার বাবা ও মা তার নানাবা‌ড়ি  কারখানা গ্রা‌মের (৭নং ওয়ার্ড) কুদ্দুস আক‌নের বা‌ড়ি‌তে বসবাস কর‌তেন। ঘটনার দিন রা‌তের খাবার খেয়ে ঘু‌মি‌য়ে যান রিসানের পরিবার। রাত সাড়ে ১১টার দি‌কে রিসানের মা হঠাৎ ঘুম থেকে জেগে উঠে দেখেন রিসান নেই। এসময় তার ঘরে সিঁধ কাটা দেখে চিৎকার শুরু করেন এতে পরিবার ও আশে পাশের লোকদের ঘুম ভেঙ্গে যায়। অনেক খোঁজা খুঁজির পর না পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। রাত ১ টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন জনবাণীকে বলেন, “খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাচ্চাটি উদ্ধারে পুলিশী তৎপরতা অব্যাহত আছে।”

এসএ/