ঘাটাইলে শহীদ প্যারী মোহন আদিত্যের ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শহীদ প্যারী মোহন আদিত্যের ৫১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোববার (৮ আগস্ট) দুপুরের টাঙ্গাইলের ঘাটাইল প্রেসক্লাবের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম লেবু।
বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম মিয়া, ঘাটাইল পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রশীদ মিয়া,সাবেক অধ্যক্ষ শামসুল আলম মনি, বীরমুুক্তিযোদা, হায়দার আলী হিরা, উপজেলা যুবলীগের আহবায়ক সরোয়ার আলম রুবেল, বাংলাদেশ মানবাধিক কমিশন ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ খাদেমুল ইসলাম খান, রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহিদ, উপজেলা ছাত্রলীগের সােেবক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সরকারী জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক এজিএস রঞ্জু আহম্মেদ, ছাত্রলীগ নেতা মারুফ সরকার, রাতুল প্রমুখসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগের নেতাকর্মী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব প্যারী মোহন আদিত্যের ছেলে ও জাতীয় দৈনিক প্রথম কথা সম্পাদক নটো কিশোর আদিত্য। আলোচনা সভা অতিথিরা প্যারী মোহন আদিত্যেও জীবনী নিয়ে আলোচনা করেন ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং উনার বিদেহী আত্বার মাগফেরাত কামনা করেন দোয়া করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন ঘাটাইল এসই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ এনামুল হক।
উল্লেখ, ১৯৭১ সালের ৮ আগস্ট পাকিস্তানি হানাদার বাহিনী উপজেলা দেউলাবাড়ী ইউনিয়নের পাকুটিয়া সৎ সঙ্গ আশ্রমে লেখক,সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব প্যারী মোহন আদিত্যকে গুলি করে হত্যা করে।
এসএ/