২৫ আগস্ট অর্ধদিবস হরতালের ঘোষণা বাম জোটের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ২৫ আগস্ট সারা দেশে আধা বেলা হরতালের ডাক দিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য।
মঙ্গলবার (১৬ আগস্ট) রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেয় বাম ঐক্যের সমন্বয়ক আবুল কালাম আজাদ।
বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহাসচিব হারুন আল রশীদ খাঁন, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক শামসুল আলম প্রমুখ।
সমাবেশে সভাপতির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, আমরা সমাবেশ করে বলেছিলাম গত আট বছরে ভ্যাট-ট্যাক্স পরিশোধের পরেও বিপিসি নিট মুনাফা করে ৪৮ হাজার ১২২ কোটি টাকা, তাই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি বন্ধ করুন। কিন্তু সরকার গণতান্ত্রিক বাম ঐক্যের কথায় কর্ণপাত করেননি। তাই গণতান্ত্রিক বাম ঐক্য এ দেশের সাধারণ মানুষের স্বার্থরক্ষার্থে, কৃষি পণ্য, শিল্প পণ্য, পরিবহন ব্যয় ও চিকিৎসা ব্যয় বৃদ্ধির প্রতিবাদে হরতালে ডাক দিয়েছে। আশা করি এ দেশের সাধারণ মানুষ তাদের স্বার্থরক্ষার্থে এই হরতাল পালন করবে।
ওআ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

‘মব জাস্টিসে’ সরকার ও প্রশাসনের আশ্রয়-প্রশ্রয় রয়েছে কি না, প্রশ্ন তারেক রহমানের

সোহাগ হত্যা, পদত্যাগ করছেন ছাত্রদলের নেতারা

‘তারেক রহমানকে নিয়ে অশ্লীল-অশ্রাব্য স্লোগানের পরিণতি ভালো হবে না’

ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
