খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়নি: ব্যক্তিগত চিকিৎসক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ফাইল ছবি।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল থেকে গুঞ্জন ওঠে, ‘বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে যে কোনো সময়ে হাসপাতালে নেওয়া হতে পারে।’
তবে বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমে বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থার অবনতি হয়নি। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা নিয়মিত তার খোঁজখবর নিচ্ছেন। সার্বক্ষণিক মনিটরিংয়ে রেখেছেন। তিনি আগের মতোই আছেন।”
এর আগে, বুধবার (১৭ আগস্ট) রাতে গুঞ্জন ছড়ায় খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তার শরীরের তাপমাত্রা ওঠানামা করছে এবং ডায়াবেটিসও আগের চেয়ে বেড়েছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে আজ দুপুর বা বিকেলে হাসপাতালে নেওয়া হতে পারে।
সম্প্রতি করোনা ও অন্যান্য জটিলতার কারণে কয়েক দফা হাসপাতালে যেতে হয়েছে বিএনপির চেয়ারপারসনকে। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে বলেন, “এমন কোনো বিষয় আমার জানা নেই। ম্যাডামের বিষয়ে কোনো খবর থাকলে খোঁজখবর নিয়ে জানাবো।”
সর্বশেষ চলতি বছরের ১০ এপ্রিল খালেদা জিয়াকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে গত ২৪ এপ্রিল তাকে গুলশানের বাসভবন ফিরোজায় নেওয়া হয়। এখন তিনি সেখানেই আছেন।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

‘মব জাস্টিসে’ সরকার ও প্রশাসনের আশ্রয়-প্রশ্রয় রয়েছে কি না, প্রশ্ন তারেক রহমানের

সোহাগ হত্যা, পদত্যাগ করছেন ছাত্রদলের নেতারা

‘তারেক রহমানকে নিয়ে অশ্লীল-অশ্রাব্য স্লোগানের পরিণতি ভালো হবে না’

ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
